Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। ছবি: সারাবাংলা

নরসিংদী: বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘শেখ হাসিনা যে শুধু অন্যায়-অত্যাচার, নির্যাতন, খুন-গুম করেছে, তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া গঠন করেছে। দেশের টাকা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে তারা বটগাছ হয়েছে। তারা পুকুর নয়, সাগর চুরি করার ফলে দেশের এক তৃতীয়াংশ মানুষ দরিদ্রতার ঝুঁকিতে রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোনো নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।’

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীতে কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, থানা বিএনপির সভাপতি আমান উল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর