চুয়াডাঙ্গা: খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি সরকার করলে দেশের প্রত্যেক অস্বচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে। তারা যেন প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পেয়ে স্বচ্ছল জীবন কাটাতে পারে। সে কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের প্রত্যেক ঘরে ঘরে তারেক রহমানের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত খন্দকার প্রমুখ।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।