Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থীর উদ্যোগে আসছে জকসুর থিম সং

জবি করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২৩:৫০

জকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ফয়সাল কবীর। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী থিম সং তৈরি করেছেন সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী ফয়সাল কবীর। জকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

কোনো নির্দিষ্ট দল বা প্যানেলের প্রচারণা নয়, বরং পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষার্থীর কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে তিনি এ গানটি তৈরি করেন। যা দ্রুতই ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ করা হবে।

থিম সং টির শিল্পী ও উদ্যোক্তা ফয়সাল কবীর বলেন, ‘এই গান কোনো নির্দিষ্ট দল, প্যানেল বা গোষ্ঠীর জন্য নয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর গান, জবিয়ানদের সম্মিলিত কণ্ঠস্বর। জকসুকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করাই এই গানের মূল উদ্দেশ্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হলেও সেসব ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয় বা নির্বাচনকে ঘিরে সর্বজনগ্রাহ্য থিম সং তৈরি হয়নি। সেই শূন্যতা থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই গানটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

থিম সংটির ভিডিওতে কোনো একক প্যানেলের প্রতিনিধিত্ব থাকবে না। বরং বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরাই জবিয়ান হিসেবে এতে অংশ নিচ্ছেন। এ বিষয়ে ফয়সাল কবীর বলেন, ‘আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি কোনো নির্দিষ্ট দলের না, কোনো নির্দিষ্ট প্যানেলের না। সেই জায়গা থেকেই সব প্যানেলের সঙ্গে কথা হয়েছে এবং সবাই অত্যন্ত আগ্রহের সঙ্গে এই থিম সং-এর অংশ হয়েছেন।’

বর্তমানে থিম সংটির ভিডিও নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম