ঢাকা: ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ জানিয়েছেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনে সাত জন জার্মান নাগরিক যোগ দেবেন। তারা দীর্ঘমেয়াদে নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বড় ইউরোপীয় ইউনিয়ন মিশন মোতায়েন করা হচ্ছে। জার্মানি এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক রাখবে।’
তিনি বলেন, ‘ইইউ মিশনের দীর্ঘমেয়াদি অংশে আগামী জানুয়ারিতে সাত জন জার্মান পর্যবেক্ষক আসবেন, যেখানে নির্বাচনের দিনগুলোর কাছাকাছি সময়ে আরও অনেক স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যোগ দেবেন।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি মনে করি এই ধরনের আন্তর্জাতিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।’