Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিউ বাড়াতে আগুনের স্টান্ট, অগ্নিদগ্ধ কনটেন্ট ক্রিয়েটর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২২:৫৮

প্রতীকী ছবি।

রংপুর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে পুকুরের পানিতে পেট্রোল ও অকটেন ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার দুঃসাহসিক স্টান্ট চালাতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ‘অভাগা টিম’-এর প্রধান মানিক মিয়া। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মেকুরা নয়াটারি গ্রামে। ঘটনাটি রংপুরসহ সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ৩০ থেকে ৩২ বয়স বয়সী মানিক মিয়া এবং তার টিম ‘অভাগা টিম’ ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কমেডি ও অ্যাডভেঞ্চার কনটেন্ট তৈরি করে থাকেন। ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর উদ্দেশ্যে তারা প্রায়ই ঝুঁকিপূর্ণ স্টান্ট করে ভিডিও তৈরি করেন। এবারের স্টান্টে তারা একটি পুকুরে পেট্রোল ও অকটেন ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে ‘ফায়ার ওয়াটার’ নামে একটি ভাইরাল ভিডিও বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানিক মিয়া নিজেই অগ্নিদগ্ধ হন। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়, এবং তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টান্টের সময় পুকুরের পানিতে ছিটানো পেট্রোল দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন লাগানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো অবস্থা সৃষ্টি হয়। মানিক মিয়া আগুনের মাঝে পড়ে যান এবং চিৎকার করে উঠেন। টিমের অন্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, মানিকের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল, এবং তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, পুড়ে যাওয়া অংশের সংক্রমণ প্রতিরোধ এবং পুনরুদ্ধারে সময় লাগবে।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। অভাগা টিম-এর সদস্যরা বলেছেন, ‘আমরা ভিউ বাড়ানোর জন্য এমন ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু এটি ভুল ছিল। আমরা সকলে এখন বুঝতে পেরেছি যে জীবনের ঝুঁকি নিয়ে কনটেন্ট তৈরি করা উচিত নয়। অন্য কনটেন্ট ক্রিয়েটরদেরও এমন কাজ না করার আহ্বান জানাই।

রংপুর পুলিশের এক কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় তদন্ত চলছে। যদি কোনো অবহেলা বা অবৈধ উপাদানের ব্যবহার প্রমাণিত হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর