রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এর নির্ধারিত তারিখ স্থগিত করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জানুয়ারি।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান সই করা এক অফিস আদেশে এই পুনঃতফসিল প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি থাকায় ২৪ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করা হয়েছে। কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে নতুন তফসিলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে শনিবার (১৩ ডিসেম্বর) এবং আপত্তি গ্রহণ চলবে ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বুধবার (১৭ ডিসেম্বর)। মনোনয়নপত্র বিতরণ ও জমা ১৮ ও ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৩ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল ঘোষণা ভোটগ্রহণ শেষে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, মনোনয়ন জমার সঙ্গে ডোপ টেস্ট রিপোর্ট জমা বাধ্যতামূলক করা হয়েছে। আপত্তি জমা দেওয়ার জন্য ই-মেইল ([email protected]) ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয় ভোটার তালিকার ত্রুটির কারণে, যা হলভিত্তিক তালিকার অসংগতি এবং রেজিস্ট্রার দফতরের ত্রুটিপূর্ণ তথ্য সরবরাহের ফলে ঘটে। এই স্থগিত ঘোষণার পর শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ক্ষোভ প্রকাশ করেন এবং নির্ধারিত তারিখে নির্বাচন না হলে আন্দোলনের হুমকি দেন।
নির্বাচন কমিশন জানিয়েছেন, ত্রুটিমুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীরা বলছেন, বারবার স্থগিতের ফলে ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা ২০০৮ সাল থেকে অপেক্ষিত। গত নভেম্বরে প্রথম তফসিল ঘোষণা করা হয়, যেখানে ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর নির্ধারিত ছিল, কিন্তু আন্দোলনের মুখে পুনর্বিবেচনা করা হয়। নতুন তফসিল অনুসারে প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।