ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসনের নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর ছোটবাজার মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয় আনন্দ র্যালি।
র্যালিটি ছোট বাজার মুক্ত মঞ্চ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বীরমুক্তিযোদ্ধারা, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাউনহল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রশাসন কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধারা শহিদদের স্বরণে দোয়া করেন।