Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির মধ্যে লড়াই হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৮

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করছেন বিএনপি নেতা ভিপি শামসুর রহমানসহ নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনা ‎সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির মধ্যে লড়াই হবে। এতে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিই বিজয় লাভ করবে। আবারও দেশকে ১৯৭১ সালের বিজয়ী শক্তিই নেতৃত্ব দেবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মাটিতে আবারেও প্রতিষ্ঠিত হব।’

‎বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের দল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বীরউত্তম ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন। একটি দলের নেতারা পালিয়েছে কিন্তু সেই দলের জনগণ তো এই দেশেই আছে। তারা আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দেবে বলে আমি শুনেছি এবং জেনেছি।‘

সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছেলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, মশিউর রহমান টিপু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

আজ কুষ্টিয়া মুক্ত দিবস
১১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৭

আরো

সম্পর্কিত খবর