Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতিতে যারা দেশকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় আনা যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২০:৩৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বাগেরহাট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায়, দেশকে পাঁচ বার দুর্নীতিতে ও চোরের দিক থেকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলার শপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশের মানুষ বলছেন আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন দেখেছি, ইসলামী শাসন দেখিনি। এবার আমরা ইসলামী দলকে ভোট দিয়ে বাক্স ভরে দিব।’ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের ও বিদেশের টাকা পাচারকারীদের চিরতরে উৎপাত করব বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বাগেরহাট-৩ আসনের তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম, ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও ইসলামী আন্দোলন মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর