Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে মমানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতে এ মানববন্ধন আয়োজন করা হয় বলে জানা গেছে। মানববন্ধনে অংশ নেন সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‘আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য, বঞ্চনা ও সামাজিক সুরক্ষাহীন অবস্থায় বসবাস করে আসছে। তাদের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে দেশের মূলধারার উন্নয়নে তারা সম্পৃক্ত হতে পারবেন না।

বিজ্ঞাপন

মানববন্ধনে আট দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য দূর করতে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্যবিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করা, জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে দলিতদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় পৃথক বরাদ্দ বাড়ানো এবং নগর ও গ্রামে দলিত জনগোষ্ঠীর জন্য আবাসন ও ভূমির অধিকার নিশ্চিত করা।

এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সুরক্ষা উপকরণ সরবরাহ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিশেষ উপবৃত্তি বৃদ্ধি করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তাদের বঞ্চনা দূর করা শুধু মানবিক দায়িত্বই নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম।

মানববন্ধনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রজনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা সাজেমান হক মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর