Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মী নয়ন হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০

বিএনপিকর্মী নয়ন আলী। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপিকর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নয়নের বাবা আব্দুল করিম। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

তিনি আরও বলেন, অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এছাড়াও নয়নদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগও করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বাবুপুরে নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত নয়নের বিরুদ্ধেও কমপক্ষে সাতটি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা। বাকি মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্য ধারায়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর