Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ ডিসেম্বর থেকে ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

প্রেস ব্রিফিং করছেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: বই পড়াকে উৎসাহিত করার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ১২ ডিসেম্বর থেকে বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে ময়মনসিংহে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বইমেলা হবে ৯ দিনব্যাপী। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

নগরীর টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ৭২টি জাতীয় ও বিভিন্ন স্থানীয় প্রকাশনী অংশ নেবে। এছাড়াও প্রতিদিন বইমেলায় কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, মুক্ত পাঠচক্রসহ নানা সাহিত্যভিত্তিক অনুষ্ঠান থাকছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা।

বিজ্ঞাপন

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারি পরিচালক ইনামুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর