কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা ভেড়ামারা শাখার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
বিক্ষোভকারীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে নবন পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।‘
মানববন্ধন চলাকালীন কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।