Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে ১৪ জন নারী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪২

এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীন ও ডা. মাহমুদা আলম মিতু। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ঘোষিত ১২৫টি আসনের প্রার্থীর মধ্যে ১৪ জন নারীকে মনোনয়ন দিয়েছে দলটি।

ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু এবং দিলশানা পারুলের মতো পরিচিত মুখেরা এই তালিকায় স্থান পেয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুসারে, ১৪ জন নারী প্রার্থীর মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ এবং আলোচিত আসনগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক নজরে এনসিপির নারী প্রার্থীরা—

বিজ্ঞাপন
  • মনিরা শারমিন (নওগাঁ-৫)
  • দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
  • দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
  • ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
  • তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
  • ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
  • নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
  • ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
  • ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
  • সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
  • ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
  • অ্যাডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
  • সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
  • অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

তবে, সামান্তা শারমিন এবং নুসরাত তাবাসসুমের মতো আলোচিত মুখেরা এই ধাপে মনোনয়ন পাননি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ ও শিক্ষায় অগ্রগামী নারীদের রাজনীতিতে উৎসাহিত করতেই এবার বেশ কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর প্রার্থী তালিকা দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব।