Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বাসায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক (৫০) বছর।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে আরামবাগে করিম ভিলা বাড়ির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝির সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তার দুই হাত, পিঠ ও পাসহ সমস্ত শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি চুরি করার জন্য ওই বাড়িতে ঢুকেছিল। ৬ তলার একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার নেই। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর