রাশিয়ার মস্কোর উত্তর-পূর্বে ইভানোভো অঞ্চলে একটি আন্টোনভ এএন-২২ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সাতজনই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি মস্কো থেকে প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বের নির্জন এলাকায় ভূপাতিত হয়।
রুশ সংবাদসংস্থা তাস-এর বরাতে জানা গেছে, বিমানটিতে পাঁচজন ক্রু এবং দুইজন যাত্রী ছিলেন। এখনো বিমানটির নিবন্ধন নম্বর নিশ্চিত করা যায়নি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফুরমানোভস্কি জেলার নিকটবর্তী একটি জলাধারে বিমানটি আছড়ে পড়ে এবং এখন পর্যন্ত উদ্ধারকারীরা কেবল বিধ্বস্ত বিমানের কিছু অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, ১৯৬০-এর দশকে কিয়েভে তৈরি এএন-২২ ‘আন্তেই’ এখনো বিশ্বের সবচেয়ে বড় টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান হিসেবে পরিচিত, যা সীমিত আকারে ভারী সামরিক পরিবহন কাজে ব্যবহৃত হয়। মোট ৬৮টি বিমান তৈরি হলেও বর্তমানে মাত্র তিনটি কার্যকর অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়।