Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মুক্ত দিবস আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১১:০৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১১:০৭

ময়মনসিংহের শহিদ স্মৃতিস্তম্ভ।

ময়মনসিংহ: আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ মুক্ত হয়।

ময়মনসিংহের সংগ্রামী ছাত্র-জনতা ২৭ মার্চ নগরীর খাগডহর এলাকায় তৎকালীন ইপিআর ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে ময়মনসিংহ অঞ্চলে মুক্তিযুদ্ধ শুরু করে। ৯ মাসের মুক্তিযুদ্ধে ময়মনসিংহের কমপক্ষে দেড়শ মুক্তিযোদ্ধা শহিদ হন। পাকবাহিনী ও তাদের দোসররা বহু মানুষকে হত্যা করে তাদের লাশ বধ্যভূমিতে ফেলে রাখে।

৩ ডিসেম্বর মুক্তিবাহিনী প্রথমে সীমান্তবর্তী হালুয়াঘাট দিয়ে প্রবেশ করলে চারদিক থেকে মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ শহরের দিকে আসতে থাকেন। এদিকে পাকসেনারা এলাকা ছাড়ার সময় রেলওয়ে ব্রিজসহ কয়েকটি ব্রিজ ধ্বংস করে।

বিজ্ঞাপন

১০ ডিসেম্বর ভোরে এফজে সেক্টরের অধিনায়ক ব্রিগেডিয়ার সানথ সিং বাবাজীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধারা সার্কিট হাউজে এসে জাতীয় পতাকা উত্তোলন করে ময়মনসিংহকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ময়মনসিংহ মুক্ত দিবস আজ
১০ ডিসেম্বর ২০২৫ ১১:০৬

আরো

সম্পর্কিত খবর