Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় ইশতেহার তৈরিতে জনগণের মতামত নেবে জামায়াত


১০ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামত সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশা আল্লাহ।

জানা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে ইশতেহার তৈরির কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। সমাজের সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নিয়ে এ ইশতেহার তৈরি করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ জন্য একটা ওয়েবসাইট তৈরি করে শিগগিরই সেখানে জনগণের মতামত নেওয়া হবে এবং সেসব মতামতের সারাংশ মূল ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

এদিকে জামায়াত আমিরের দেওয়া ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এরই মধ্যে অনেকেই দলটির ইশতেহারে কী কী থাকতে পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।