ফ্রান্স: ফ্রান্সের অভারভিলা এলাকায় বাংলাদেশ কমিউনিটি মসজিদে গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, ফ্রান্স এ মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে ফ্রান্স বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ-জাতির কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা আজও মানুষের অনুপ্রেরণা। দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশের বর্তমান সংকটময় সময়ে জনগণের পাশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।