Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায়: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিএনপির সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে সাংবাদিকদের আমি খসরু বলেন, ‘ইইউ বাংলাদেশে দ্রুত নির্বাচনি প্রক্রিয়া এগোতে দেখতে চায়। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরির পথ, পারস্পরিক সম্মান রক্ষা, এবং নির্বাচনকে সংঘর্ষমুক্ত করার উপায় এসবই ছিল আলোচনার মূল বিষয়।’

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা সংঘর্ষমুখী রাজনীতি চাই না। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ এগোতে পারে।’

তিনি জানান, বৈঠকে ব্যবসা-বাণিজ্যসহ বিদ্যমান নানা প্রতিবন্ধকতা দূর করা এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে ইইউ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি উত্তাপ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে দুই পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয় বলে জানান বিএনপি নেতারা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর