Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকশা চালকের ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ০৩:৩১

রিকশা চালকের ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে তিন-চার দিন ধরে দোয়া ও প্রার্থনা করে আসছিলেন এক রিকশাচালক। হাতে ছিল দলের প্রতীক ‘ধানের শীষের’ একটি গোছা, যা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উপহার দিতে চেয়েছিলেন।

বিষয়টি জানাজানি হলে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ধানের শীষের সেই প্রতীকী উপহার গ্রহণ করেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি শুধু উপহারই নেননি, রিকশাচালকের মানবিক আবেগের প্রতি সম্মান জানিয়ে তাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

ঘটনাস্থলে উপস্থিত বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, ‘সাধারণ মানুষের এমন আন্তরিকতা বিএনপির প্রতি ব্যাপক ভালোবাসা ও রাজনৈতিক সহমর্মিতারই প্রতিফলন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিদিনই হাসপাতালে এসে দোয়া করছেন। এই রিকশা চালকের কথা তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান জানতে পেরে আমাকে পাঠিয়েছেন তার এই ধানের শীষ গ্রহণ করার জন্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই চালক পুরান ঢাকায় রিকশা চালায়। তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তার এই ধানের শীষটি বেগম জুবাইদা রহমানের হাতে তুলে দেবেন। জুবাইদা রহমান জানতে পেরে আমাকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে এই ধানের শীষ গ্রহণ করার জন্য। আমরা একটি রিকশা কেনার জন্য অর্থ উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি বলেছেন যে, তারেক রহমান দেশে ফিরলে তার হাত থেকে এই রিকশা তিনি গ্রহণ করতে চান। আপাতত আমরা এই ধানের শীষ জুবাইদা রহমানের হাতে পৌঁছে দিব।’