Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা সঠিক নয়: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৭

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময়। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এ কথা ভাববার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি, করবেও না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিপূর্ণ জয়লাভ করতে হবে। যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এটি কঠোরভাবে প্রতিহত করতে হবে। পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবিলায় বিএনপিকে আরও প্রস্তুত হতে হবে।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এ ছাড়াও উপস্থিত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা— লেফটেন্যান্ট কর্ণেল (অব.) শামসুজ্জোহা, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্ণেল (অব.) হারুনুর রশিদ, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার এডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) জয়নাল আবেদীন, কর্ণেল (অব.) জগলুল, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান, মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতিক, কর্ণেল (অব.) হান্নান মৃধা প্রমুখ।

সভায় সামরিক বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর