পিরোজপুর: পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের জন্য ২০১৮, ২০২৪ ও ২০২৫ সালে মোট ২৩ হাজার ২৮০ জন আবেদন করেন। দীর্ঘ অপেক্ষার পর ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র প্রস্তুতসহ সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত করা হয়।
কিন্তু মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে হঠাৎ এক আকস্মিক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-‘নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশতঃ ১২ ডিসেম্বর তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরিক্ষার তারিখ ও সময় জানানো হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পরই পরীক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২০১৮ সালের আবেদনকারীরা, যাদের অনেকে ইতোমধ্যে সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে গেছেন, তারা বলছেন-এটি সরাসরি বেকারদের সঙ্গে অন্যায় ও প্রতারণা।
আবেদনকারীরা বলেন, এতে করে বারবার বেকার যুবকদের সময়, টাকার অপচয় হচ্ছে—সেইসঙ্গে মানসিকভাবে হতাশও হয়ে যাচ্ছি। সাত বছর ধরে একটি পরীক্ষার আশায় বার বার হতাশ হতে হচ্ছে।
আরেকজন আবেদনকারী ক্ষোভ জানিয়ে বলেন-পরীক্ষার তিন দিন আগে এমন সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক। আমরা কি খেলনা? এত অপেক্ষার পরও সঠিক সময়ে পরীক্ষা নিতে পারে না-এটা দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে নতুন পরীক্ষার তারিখ উল্লেখ না থাকায় অনিশ্চয়তা আরও বেড়েছে। পরীক্ষার্থীরা দ্রুত পরীক্ষা গ্রহণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং বেকার যুবকদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। হাজারো চাকরিপ্রত্যাশী এখন অপেক্ষায়—কবে অনুষ্ঠিত হবে পিছিয়ে যাওয়া এই বহুল প্রত্যাশিত নিয়োগ পরীক্ষা।