Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন থেকে আমাদের ভয় দেখানো হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের অনলাইনে ভয় দেখানো হচ্ছে। এই ভয় বাংলাদেশ থেকে দেখানো হয় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সেই সময়কার বিশৃঙ্খলা ও দুর্নীতির কারণেই দেশে ১/১১-এর সরকার আসতে বাধ্য হয়েছিল। ১/১১-এর পরবর্তী ১৫ বছরে দেশের প্রায় কোনো তরুণই জেল-জুলুম থেকে রেহাই পায়নি,’ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সেই সরকারের শাসনের জন্য যেমন বিএনপি দায়ী, তেমনই গত ১৫ বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসনের জন্যও বিএনপি অনেকাংশে দায়ী।’

৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দুর্নীতির ‘মাস্টারমাইন্ডদের’ সঙ্গে আওয়ামী ‘বুদ্ধিপনার’ মিলন ঘটেছিল। তার দাবি, বিএনপি–জামায়াতের কাছেও আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক সদভাব সৃষ্টি হয়েছিল, যা দেশের বর্তমান সংকটকে আরও জটিল করেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, আর এখন নতুন চেতনার ব্যবসা হাজির হয়েছে। চেতনা দিয়ে বাংলাদেশে রাজনীতি হয় না।’

জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও একযোগে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রত্যেক সেক্টরে দুর্নীতি করেছে জামায়াতসহ সবাই। এখন তারা ধর্ম নিয়ে নতুন প্ল্যাটফর্ম বানাতে চাইছে। আগে এক প্লেটে খেতো, এখন প্লেট ভাগ হলেও পাতিল তো একটাই। জামায়াতে ইসলামী দুর্নীতির জন্য সমান দায়ী।’

জামায়াতকে সতর্ক করে তিনি বলেন, ‘মিষ্টি কথার আড়ালে কী আছে আল্লাহ জানে। রাজনীতি করতে চাইলে সোজা পথে আসুন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা করেন, এনসিপি মুক্তিযুদ্ধ ও ধর্মের ‘কার্ড খেলা’র রাজনীতিতে বিশ্বাস করে না, তারা সংস্কার ও অধিকার আদায়ের রাজনীতিতে আস্থাশীল। তিনি বলেন, ‘এনসিপির তরুণদের হাত ধরেই হবে ব্যালট রেভ্যুলেশন। আগামী দুই এক দিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করব।’

ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, ‘মরে যাব, তবুও আত্মমর্যাদার প্রশ্নে একবিন্দু ছাড় দেব না। গণঅভ্যুত্থানের সৈনিকরা শাপলাকলি নিয়ে মাঠে থাকবে। এ নির্বাচনে শাপলাকলি ফুটাতেই হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর