Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে দেশজুড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৩

ছবি কোলাজ: সারবাংলা

‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫’ উপলক্ষ্যে সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ, মানববন্ধন, আলোচনা সভা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশজুড়ে সর্বস্তরের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে দিবসটি—

বিজ্ঞাপন

পিরোজপুর: দিবসটিতে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক অঙ্গীকার জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের গৃহীত ইউএনসিএসি সনদ অনুসারে এ কর্মসূচির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর ও জেলা প্রশাসন পিরোজপুর।

সকাল ৯টায় জেলা দুদক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় দিনের কর্মসূচির। এরপর ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি দুদক কার্যালয় থেকে শুরু হয়ে শহিদ ওমর ফারুক মিলনায়তন ও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহিদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী এবং সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম শেখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।

ফরিদপুর: জেলায় সকালে জেলা প্রশাসন এবং দুদক, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুদক, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নজরল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করা হয়।

জামালপুর: দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

এর আগে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আবু সাঈদ ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামিমা খানম।

নোয়াখালী: মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে দিবসটি পালিত হয়েছে। এদিন সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা-দুদক পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাউসারী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম’সহ জেলায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রোভার স্কাউটস, শিক্ষার্থী’সহ অনেকে।

রাজবাড়ী: এদিন সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার, রাজবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজা খানম, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান লাবুসহ অনেকেই বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

ঠাকুরগাঁও: নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটির শুরুতেই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, নাজমুল হক সুমন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আকতারসহ অনেকে।

ময়মনসিংহ: এদিন সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতারা অংশ নেন।

মানববন্ধন শেষে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মো. মনিরুজ্জামানসহ অন্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর