Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইজেশনের পথযাত্রায় একটি নতুন অধ্যায় তথা ই-ডেস্ক সিস্টেম-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ই-ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক কার্যক্রমে নতুন যুগে প্রবেশ করল। তিনি সিস্টেমটি সফলভাবে তৈরি ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সেবা দ্রুত ও নির্ভুল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ই-ডেস্ক সিস্টেম চালু করা হলেও ধাপে ধাপে এটি দেশের সব অফিসে কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব পর্যায়ের নোটিং একই সিস্টেমের আওতায় আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকরা এবং সংশ্লিষ্ট ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর