Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে কেনা হলো ২০২ মিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১০

বৈদেশিক মুদ্রা। ছবি কোলাজ: সারবাংলা

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরও ২০ কোটি ২০ লাখ ডলার (২০২ মিলিয়ন ডলার) কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১৩টি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত। কাট-অফ রেট ১২২ টাকা ২৯ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আরিফ হোসেন খান জানান, এদিন মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন বা ২০ কোটি ২০ লাখ ডলার কেনা হয়েছে।

বিজ্ঞাপন

তার তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৫১ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫১ বিলিয়ন ডলার) ডলার কিনেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর