ঢাকা: থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক সতর্কবার্তায় এই পরামর্শ দেওয়া হয়।
দূতাবাস জানায়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন: +66818708443