Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোলসহ আটক ২

স্পেশাল করেসপডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২

সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোলসহ আটক মাহমুদুল হাসান মিলন ও মো. রাশেদুল ইসলাম রনজু। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় র‌্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে সিগারেট ও বিড়ির ১৭ কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং ওই ব্যান্ডরোল প্রিন্টিংয়ের প্লেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে বগুড়ার সদর উপজেলার পালশা চৌকির পাড় গ্রামস্থ রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেভেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, নকল ব্যান্ডরোল তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত ও সরবরাহ করার কারণে সরকার কোটি কোটি টাকা মূল্যের রাজস্ব হারাচ্ছিল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়ার আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. মাহমুদুল হাসান মিলন (৪২) ও একই এলাকার মো. আবুল কাশেমের পুত্র মো. রাশেদুল ইসলাম রনজুকে (৪২) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার নকল ব্যান্ডরোল এবং বিড়ির প্রায় ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া যায়। উদ্ধার করা নকল ব্যান্ডরোলের বাজার আনুমানিক মূল্য ১৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

অভিযানের সময় রুহান প্রিন্টিং প্রেস থেকে সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির প্লেট এবং স্ক্রিন প্রিন্টের কাঠের ফ্রেম জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির বিড়ির হাজার হাজার মোড়ক উদ্ধার করা হয়। র‌্যাবের এ ধরনের গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।