Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫

সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

পিরোজপুর: প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সাংবাদিক নিরাপত্তা—এই চারটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা মাঠপর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হবে। সংবাদ সংগ্রহে কারো বাধা, হুমকি বা হামলা হলে দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত। কোনো প্রকার সহিংসতা, গুজব বা অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না।’

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ। পরিবার, স্কুল-কলেজ ও সমাজকে সঙ্গে নিয়ে জেলা থেকে কিশোর গ্যাং নির্মূল করা হবে।’

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী কিংবা তাদের আশ্রয়দাতাদের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত পিরোজপুর গড়তে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।’

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনকালীন নিরাপত্তা, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, কিশোর অপরাধ, মাদক নেটওয়ার্ক ভাঙন এবং পুলিশের জনবান্ধব কার্যক্রম প্রসঙ্গে বিভিন্ন মতামত তুলে ধরেন। এছাড়াও হলুদ সাংবাদিকতা রোধে মূলধারার গণমাধ্যমকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান। এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন পুলিশ সুপার।

সভায় বক্তব্য দেন-প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি’র প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুর, ডেইলি অবজারভারের প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সময় টিভির জেলা প্রতিনিধি মো. জিয়াউল হক, দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি হাসান মামুন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি মো. নাঈম তালুকদার।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর