ঢাকা: রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ঠুনকো বিষয় নিয়ে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি আর চলতে দেওয়া যাবে না। আমরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছি। সংঘর্ষ দুই পক্ষের মধ্যেই থেমে থেমে চলছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে।
তিনি বলেন, অথচ মাত্র ২৩ দিন আগে তাদের মধ্যে ‘শান্তিচুক্তি’ হয়েছিল। তারা আর কোনো রকম সংঘর্ষে জড়াবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে কি নিয়ে আজকের এই সংঘর্ষ তা এখনো জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, গত ২ ডিসেম্বর দুই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই আজকের সংঘর্ষ বাধে।