ঢাকা: গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
রবিবার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা–সহ মোট ১৩ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।