Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে চা বাগানের বসতঘরে আগুন, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮

সিলেটে চা বাগানের বসতঘরে আগুন। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের শহরতলির দলদলি চা বাগান এলাকায় চা শ্রমিকের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়।

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়িটির মালিকের নাম সর্বন দাস (৩৮)। তিনি পেশায় একজন চা শ্রমিক ছিলেন এবং বর্তমানে তিনি ইতালিতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চা শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করা সর্বন দাস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ আগুন দেখে ছুটে এলেও ততক্ষণে আগুনে বসতঘর ছাই হয়ে যায়। আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে তাদের নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার সত্যতা সারাবাংলাকে নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোবাশ্বির আহমদ জানান,  চা বাগান সংলগ্ন বাড়ীটি ছিল নির্জনে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী যাতায়াতের সুযোগ ছিল না। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর