Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে জমির কাগজ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে জমির কাগজ হস্তান্তর। ছবি: সংগৃহীত

নীলফামারী: অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে ১০৬ দশমিক ০৬ একর জমির কাগজপত্র হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢেলাপীড় এলাকায় আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্দেশ্যে সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় ২০১৬ সালে ১০৬ দশমিক ০৬ একর জমি রেজিস্ট্রি করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ওই জমি আনুষ্ঠানিকভাবে বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এ জমির সকল উন্নয়ন ও কার্যক্রম পরিচালনা করবে বেজা।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ‘এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ দ্রুত শুরু করবে কর্তৃপক্ষ। এর মাধ্যমে জেলার শিল্প অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর