Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোট নয়, প্রতি আসনে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী থাকবে: আট দল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬

খেলাফত মজলিসের কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে বিভিন্ন দলের নেতারা।

ঢাকা: আট দলের জোট হবে না তবে প্রতিটি আসনে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী থাকবে বলে জানিয়েছে আট দলের লিয়াজোঁ কমিটি।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে ফায়েনাজ টাওয়ারে খেলাফত মজলিসের কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর রাত সাড়ে আটটার দিকে সংবাদ সম্মেলনে তারা এ সব কথা বলেন।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের বলেন, ‘‘আজকে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক ছিল। বিভাগীয় পর্যায়ে আমরা যে সমাবেশ করেছি তাতে আমাদের বক্তব্য জনগণ গ্রহণ করেছে। আমাদের দলগুলোর মধ্যেও সংহতি বেড়েছে। আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের পাঁচ দফা এখনো বাস্তবায়ন হয়নি। অনেকগুলো দফা আংশিক বাস্তবায়ন হয়েছে। আমরা আগে গণভোট চেয়েছিলাম। সেটা হয়নি। বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি। কিন্তু গণভোটে যাতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয় সেজন্য আমাদের কর্মসূচি চলছে। এ জন্য আমরা ক্যাম্পেইন করব।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পরে শীর্ষ নেতারা বসে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করব। সাধারণত ঘরোয়াভাবে পালন করা হতো এবার প্রয়োজনে মাঠে বা র‌্যালির মাধমে পালন করা হবে। আটদলের সবাই তাদের নিজস্ব পরিমণ্ডলে পালন করবে।’

ড. কাদের বলেন, ‘মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে আমাদের আসন নিয়ে আলোচনা এবং বাছাই চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। আশা করি আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। ঐকমত্যের প্রার্থী হিসেবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কাদের বলেন, ‘আমরা এক সঙ্গে আন্দোলন করছি। আট দলের পক্ষ থেকে প্রতিটি আসনে একজন প্রার্থী থাকবে। কোনো জোট নাম হবে না, সমঝোতার ভিত্তিতে দেশপ্রেমিক এবং ইসলামী ঐক্যের প্রার্থী থাকবে।’

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘ওয়ান বক্স’ পলিসি হবে। এক আসনে আটদলের একজন প্রার্থী থাকবে। শুধু প্রার্থী দেওয়া না, সবাই মিলে চেষ্টা করে যাব একজনকে বিজয়ী করার জন্য। আটদলের সমঝোতার প্রার্থী হিসেবে তাকে বিজয়ী করে আনতে হবে।’’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর