ঢাকা: ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় আসনের জনতার মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একদলীয় কিংবা এক ব্যক্তির শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো একক ব্যক্তির বা একক দলের শাসন ব্যবস্থা হতে দেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব ছিল অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে। ন্যায়, ইনসাফ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতা ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছে। কিন্তু পতিত আওয়ামী লীগের ভূমিকায় আরেকটি দলের আবির্ভাব হয়েছে। ৫ আগস্ট পরবর্তী তাদের দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী-চাঁদাবাজিতে জাতি অতিষ্ঠ। তারা চাঁদার টাকা ভাগবাটোয়ার দ্বন্দ্বে নিজেরা নিজেদের ২ শতাধিক নেতাকর্মীকে খুন করেছে। যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয় তাদের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ হতে পারে না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সভাপতিত্বে এবং ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলীর পরিচালনায় ডেমরা স্টাফ কোয়াটারে অনুষ্ঠিত জনগণের মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগরীর মজলিসে শুরা সদস্য আতিকুর রহমান ও মাওলনা জুনাইদ আহমেদ।
উদ্বোধনী দিনে সকালে ডেমরা স্টাফ কোয়াটার এবং বিকেলে সারুলিয়া বাজারে স্থানীয় জনসাধারণের মতামত সংগ্রহ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। ২য় দিনে (মঙ্গলবার) সকালে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় ও বিকেলে কোনাপাড়ায় এবং ৩য় দিনে (বুধবার) সকালে যাত্রাবাড়ী ও বিকেলে শনিরআখড়ায় স্থানীয় জনসাধারণের মতামত সংগ্রহ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-৫ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।