Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণাঢ্য আয়োজনে সিটি আইটি মেগা ফেয়ার’র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২

সিটি আইটি মেগা ফেয়ার’র উদ্বোধন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘প্রযুক্তির শক্তি, তারুণ্যে অগ্রগতি’ স্লোগানে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের আইডিবি ভবনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টাদ্বয় মোহাম্মদ জসিম উদ্দীন খোন্দকার এবং গৌতম সাহা। সভাপতিত্ব করেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান এবং সঞ্চালনা করেন মহাসচিব ও মেলার আহবায়ক মো. জাহেদ আলী ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস’র সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালকদ্বয় মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসেইন; বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ফজলুল বারি লিটন, যুগ্ম মহাসচিব মো. জাহেদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান রাজু, আইটি সম্পাদক মো. আনোয়ারুর রহমান মোসলেহ উদ্দিন ফরিদ, সদস্যদ্বয় মো. রফিকুল ইসলাম ও কাজী মনির হোসেন।

বিজ্ঞাপন

৬ দিনব্যাপী (৮-১৩ ডিসেম্বর) ‘‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ প্রযুক্তিপ্রেমী ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকছে।

‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’- এ যা থাকছে

এবারের মেলায় থাকছে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক সব কমপিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, স্মার্ট ডিভাইস, আইওটি পণ্য ও গেমিং গিয়ার। ক্রেতা ও দর্শনার্থীরা খুব কাছ থেকে দেখতে পারবেন নতুন প্রযুক্তির লাইভ ডেমো, অত্যাধুনিক গ্যাজেট ও উদ্ভাবনী সব ডিভাইস। প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে প্রতিটি প্রযুক্তিপণ্য ক্রয়ে বিশেষ মূল্যছাড়, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক অফার, স্ক্র্যাচ অ্যান্ড উইন, সঠিক পণ্যের নিশ্চয়তা, প্রতিদিন কনসার্ট ও র‍্যাফেল ড্র। মেলায় এসে কেনাকাটা করুন, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

গিগাবাইটের সৌজন্যে অনুষ্ঠিত হবে গেমিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য দারুণ এক আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১২ ডিসেম্বর)। আজ থেকে শুরু হলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন।

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ অংশ নিচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ডসহ আমদানিকারক ও পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। মেলার স্পন্সর- আসুস, ইপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই, টিপি-লিঙ্ক। এ ছাড়া চুউই ল্যাপটপ, পেন্টাম, ডেল, ওয়ালটন, ডিপকুল, এসার, রেপু, ভেনশন সহ আরও বহু প্রতিষ্ঠান প্রদর্শন করছে তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য।

বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর