Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় ৮১ পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশীয় ৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো.রুহুল আমিন মল্লিকের সই করা এ তালিকা ইসিরওয়েব সাইটে প্রকাশ করা হয়। এই সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ থাকবে পরবর্তী ৫ বছর।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত ৬ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত প্রথম ধাপের ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ধাপের ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে গত ৪ ডিসেম্বর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়। এই পর্যবেক্ষক সংস্থাগুলো আগামী পাঁচ সবধরনের নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানায় নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৫ নভেম্বর ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলো হলো-

সারাবাংলা/এনএল/পিটিএম