Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০

গণপিটুনিতে নিহত প্রকাশ বলির মরদেহ।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে গণপিটুনিতে ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে দুটি ওয়ারেন্টসহ থানায় ৫/৬টি মামলা রয়েছে। সে প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রকাশ বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সকালে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তার লোকজন মিজানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং নিহত বলির আড্ডা খানায় হামলা চালায়।

বিজ্ঞাপন

এদিকে নিহতের বড় বোন শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, ‘সোমবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বলি তার (শাহনাজ) মেয়ে টুম্পাকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় নিজের বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫/২০জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজি থেকে নামিয়ে। পড়ে তাটাকপিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তিনি দাবি করেন পূর্ব শক্রতার জেরে বলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।’

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী বলেন, ‘অস্ত্র, বিস্ফোরকসহ নিহত বলির বিরুদ্ধে ৫/৬টি মামলা রয়েছে। এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে লোকজন তাকে গণপিটুনি দেয়। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর