Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ইসির সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

ঢাকা: ‎আগামী সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

‎সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা রয়েছেন। সেইসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলও আছে।

‎জানা গেছে, নির্বাচনের তফসিল, গণভোটসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে।

‎গেল সপ্তাহে বিএনপি ও এনসিপি প্রতিনিধির দল সিইসির সাথে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার জামায়াত প্রতিনিধি দল বৈঠকে বসল ইসির সঙ্গে।

বিজ্ঞাপন

‎এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

‎সারাবাংলা/এনএল/ইআ