Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১১:৫২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার কথা।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশনের নিজস্ব জনবল দিয়ে ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারির আবেদন এবং রুল নিষ্পত্তির আগ পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আর্জি জানানো হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও দীর্ঘদিন ধরে নির্বাহী বিভাগকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হচ্ছে, যা সংবিধানবিরোধী। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হওয়ায় নির্বাচনে প্রভাব পড়ে এবং বিভিন্ন বিতর্ক তৈরি হয়।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগ বর্তমানে আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব— এটি কেউ বিশ্বাস করে না। তাই নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে নির্বাচনি আলোচনায় বসেছে, যা আবারও তাদের হাতে নির্বাচন পরিচালনার ইঙ্গিত দেয়। এতে আরেকটি প্রভাবিত নির্বাচনের শঙ্কা রয়েছে।

ইয়ারুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত করা এবং নির্বাচন কমিশনের সচিবকে পরিবর্তন করা না হলে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।