ব্রাহ্মণবাড়িয়া: অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি কবি সম্মিলন’।
শনিবার (৬ ডিসেম্বর) কথাশিল্পী অদ্বৈতের জন্মভিটা গোকর্ণঘাটে অনুষ্ঠিত এই সাহিত্য সম্মিলন কবি ও সাহিত্যিকদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সম্মিলনের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, কবি ও প্রাবন্ধিক ড. শাহ মোহাম্মদ সানাউল হক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ খোকন, কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, ড. গোলাম মোস্তফা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি আহমেদ ফরিদ, কবি জয়দুল হোসেন, কবি আব্দুল মান্নান সরকার ও কবি সাব্বির রেজা প্রমুখ।
উৎসবটি সঞ্চালনা করেন শারমিন সুলতানা, আনিসুল হক রিপন ও মনিরুল ইসলাম শ্রাবণ। দিনব্যাপী অনুষ্ঠিত এই কবি সম্মিলনে কবিতা পাঠ, সাহিত্যচর্চা, আলোচনা এবং অদ্বৈত মল্লবর্মণের সাহিত্যকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি চলে। অংশগ্রহণকারী কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক।
অদ্বৈত মল্লবর্মণ তার অমরকীর্তি উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’-এ তিতাসপাড়ের মালো সম্প্রদায়ের জীবনসংগ্রামের অনবদ্য চিত্র অঙ্কিত করেছেন। সমালোচকদের মতে, বাংলা কথাসাহিত্যে জীবনঘনিষ্ঠ এমন শক্তিশালী উপস্থাপনা অদ্বৈতের অনন্য অবদান।
অল্প সময়ের জীবনেও তার সাহিত্যগুণ, মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভাষার স্বচ্ছতা তাকে বাংলা সাহিত্যে স্থায়ী আসন এনে দিয়েছে। তার রচনায় আজও নদী, মানুষ ও সমাজের গভীর বাস্তবচিত্র উজ্জ্বল হয়ে আছে।