Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে রঙ মিশ্রিত মথ ডাল বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে রঙ মিশ্রিত মথ ডাল শনাক্ত ও পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিয়মিত অভিযানের অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স আইয়ুব স্টোরে অভিযান চালিয়ে রঙ মিশ্রিত মথ ডাল জব্দ করা হয়। পরে আইয়ুব স্টোরের মালিককে অবৈধ রঙ মিশ্রিত মথ ডাল বিক্রি এবং প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ এবং ৪১ ধারায় ১৫ হাজার টাকা ও নরেশ স্টোর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জাতীয় ভোক্তা অধিকারের পেশকার সবুজ হোসেন ও জেলা পুলিশের টিম সহযোগিতা করেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন। জনস্বার্থে এ রূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর