Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৪

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব ডিবি পুলিশকে দিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম ধর্মের নীতি-আদর্শ অত্যন্ত সংবেদনশীল। ইসলাম ধর্মে আল্লাহকে নিরাকার হিসেবে মানা হয় এবং রোজা পালন করা হয় তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে—যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন বলে বিশ্বাস করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বীদের পূজার প্রথার সঙ্গে রোজার তুলনা করা মুসলিম জনগোষ্ঠীর জন্য অগ্রহণযোগ্য এবং এমন মন্তব্য ধর্মীয় বিভ্রান্তি, উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

বাদীপক্ষের দাবি, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত এক ভিডিওতে রোজা ও পূজার তুলনা করে ‘একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ মন্তব্য করেন। যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি রাজনৈতিক লাভের উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর