Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে লালমনিরহাটে হরিজন জনগোষ্ঠীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

লালমনিরহাটে হরিজন জনগোষ্ঠীর মানববন্ধন

লালমনিরহাট: বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কঠোরতা শিথিল করে দক্ষতাভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রণয়ন এবং নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হরিজন জনগোষ্ঠীর শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

এ সময় হরিজন জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, ‘অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে জাত সুইপারকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।’

তারা বলেন, ‘৪৫ জন পরীক্ষায় অংশ নিলেও একজন কেউ পরীক্ষায় পাস দেখায়নি জেলা প্রশাসক। স্বজনপ্রীতি করে এই নিয়োগ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৈলাস বাঁশফোড় বলেন, ‘হরিজন সম্প্রদায়ের মানুষজন তাদের ন্যায্য দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করছেন। পরিচ্ছন্ন কর্মী হিসেবে যে পরীক্ষা নেওয়া হয়েছে তা বাতিল করে অবিলম্বে পুনরায় পরিক্ষা নেওয়া হোক।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর