Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় এটিইউ’র বারিধারার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে দায়িত্বকাল সম্পন্ন শেষে বিদায়ী এফবিআইর এর সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে ক্যামেরন। তার স্থলাভিষিক্ত হয়ে সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রি এই সময় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

বৈঠকে এটিইউ প্রধানসহ উপস্থিত ছিলেন ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা, ডিআইজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ, মোহাম্মদ মুসলিম, পিপিএম (সেবা), ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস্, পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) এবং পুলিশ সুপারসহ (ইন্টেলিজেন্স) এটিইউ’র উর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনার শুরুতে এটিইউ’র সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষই সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এটিইউ প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিম, পিপিএম (সেবা) বিদায়ী কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরনকে দায়িত্বপালনকালে বাংলাদেশ পুলিশকে দেওয়া সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এটিইউ প্রধান নবনিযুক্ত এফবিআই কর্মকর্তা মি. রাইলি পালমারট্রিকে স্বাগত জানান এবং সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর