Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫

কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে দোয়া মাহফিল

বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বগুড়ার কাহালুতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ হাফেজিয়া মাদরাসার হাজারো ছাত্র।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর