Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএসই’র শরিয়াহ সূচক সমন্বয়

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

ঢাকা: তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এতে সিএসই শরিয়াহ সূচকে নতুন একটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ওই সূচক থেকে বাদ পড়েছে আগের ১০ কোম্পানি।

সিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, ৩৮৪ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সমন্বয়ের পর সিএসই’র শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১১২। আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে।

শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানিটি হলো- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।

বিজ্ঞাপন

বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর