Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আলোচনার পরামর্শ পুলিশের, অবরোধে অনড় ৭ কলেজের শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০

শিক্ষা ভবন মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সারাবাংলা

ঢাকা: এক দফা দাবিতে অবরোধের পাঁচ ঘণ্টা পরও সড়ক ছাড়েনি আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় পুলিশ। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ ঘোষণার ১ দফা দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীরা চাইলে সরাসরি সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়ার সর্বশেষ আপডেট নিতে পারেন।

শিক্ষার্থীদের তিনি বলেন, ‘সার্বিক বিষয়ে তোমরা সচিবালয়ে নিজেরাই গিয়ে জানতে পারো কী অগ্রগতি হয়েছে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটাও দিয়ে আসতে পারো। এতে সাধারণ জনদুর্ভোগও কমবে। এখানে সড়কে পাঁচ ঘণ্টার মতো অবস্থান কর্মসূচি চলছে, এতে জনভোগান্তি বাড়ছে।’

তবে শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর