Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ছাত্র নাফিউল হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১

সংবাদ সম্মেলনে নাফিউলের বাব মা। ছবি: সারাবাংলা

পাবনা: গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র নাফিউল করিম সোহানকে শ্বাসরোধ করে হত্যার পর ছয় মাস পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। ছেলেকে হারিয়ে আর বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা। নাফিউল ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা।

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে পাবনায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নিহত নাফিউলের বাবা রেজাউল করিম ও মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা আক্তার।

নাসিমা আক্তার বলেন, ‘বাড়ির সামনে জমি কেনার পর থেকে নাফিউলের চাচা ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম এবং চাচাতো ভাইদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। সেই জেরে গত ২৪ এপ্রিল ওই জমির মাটি কাটা নিয়ে তাদের মধ্য ঝগড়া হয়। সেদিন তারা সবার সামনে নাফিউলকে হত্যার হুমকি দেয়। ৫ জুন ছুটিতে বাড়িতে যান নাফিউল। ৮ জুন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ৯ জুন সকালে ঘুম থেকে উঠে ছেলের মরদেহ দেখতে পান বাবা-মা। ’

তিনি আরও বলেন, ‘নাফিউলকে স্থানীয় হাসপাতালে মৃত ঘোষণা করার পর ছেলেকে ঢাকার গণবিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে নিতে চাইলে চাচা ও চাচাতো ভাইয়েরা বাধা দিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। নিজেরাই পরিবারের অনুমতি ছাড়া মরদেহ গোসল করায় এবং তড়িঘড়ি করে জানাজা ও দাফন সম্পন্ন করেন। নাফিউলের বাবা-মায়ের দাবি, চাচা ও চাচাতো ভাইয়েরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

গত ৪ আগস্ট নাফিউলের মা নাসিমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাফিউলের বাবা-মা বলেন, ‘মামলার পরও অভিযুক্ত আসামিদের গ্রেফতারের করছে না পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দেখছে না তারা উলটো নানাভাবে নাফিউলের বাবা-মাকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে।তারা সংবাদ সম্মেলনে অবিলম্বে ছেলে হত্যায় জড়িতদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবি জানান।’

সারাবাংলা/এএ